শাহাদাত হুসাইনঃ জেলা প্রশাসন সাতক্ষীরার ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর উদ্যোগে জেলায় ৪৪ জন করোনা আক্রান্ত প্রত্যেকের জন্য রোগ প্রতিরোধ করে এমন একটি সুষম ফুড প্যাকেজ প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুষ্টিকর খাদ্যসামগ্রী ও সুরক্ষা উপকরণসহ একটি করে সুষম ফুট প্যাকেজ প্রত্যেক করোনা আক্রান্ত রোগীর জন্য পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন,প্রতিটি সুষম ফুট প্যাকেজে (৪ কেজি আম, ১ কেজি মাল্টা, ১০০টি লিচু, ১ ডজন ডিম, ২০০ গ্রাম গুড়ো দুধ, ৫ হালি কাগুচি লেবু, ২৫০ গ্রাম চা, ৫০০ গ্রাম আদা, ১০০ গ্রাম লবঙ্গ, ১০০ গ্রাম দারুচিনি ও ১ টি হুইল সাবান) রয়েছে। করোনা আক্রান্ত রোগীর স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।