আব্দুল খালেক,কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ঘোষণা দিলেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস। ২০০৬ সালে যশোর জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ তার। এরপর থেকে তিনি দলের নেতা-কর্মিদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত করে চলেছেন। তিনি ২০২১ সালে পৌর যুবদলের সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর থেকে যুবদলের নেতা-কর্মিদের সাথে নিয়ে পৌর যুবলের পাশাপাশি উপজেলা যুবদলকে একটি ভাল অবস্থানে নিয়ে গেছেন। এছাড়া জুলাই-আগস্ট বিপ্লবে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এ কারনে তিনি উপজেলাব্যাপী তৃনমূল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।তথ্যঅনুসন্ধানে জানা যায়, কেশবপুর পৌর এলাকার আলতাপোল গ্রামে ১৯৯০ সালের ১২ ডিসেম্বর জন্ম হয় মেহেদী হাসান বিশ্বাসের। ২০০৭ সালে ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে তাঁর যাত্রা শুরু। আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাশ করে যশোর জিলা স্কুলে ভর্তি হন। ওই স্কুল থেকে ২০০৬ এসএসসি পাশ করে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ২০০৯ সালে এইচএসসি পাশ করে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে তিনি বিবিএ অনার্স শেষ করাকালে ২০১২ সালে ঢাকার লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০২১ সালে কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব নির্বাচিত হয়ে যুবদলকে সুসংগঠিত করে একটি ভাল অবস্থানে নিয়ে যাওয়ার কারনে তৃণমূল নেতা-কর্মিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গত পৌরসভা নির্বাচনে পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে বিএনপি তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তাঁর পিতা মৃত মোশাররাফ হোসেন বিশ্বাস ছিলেন কেশবপুরে বিএনপি প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন । তিনি নিষ্ঠার সাথে কেশবপুর থানা ইয়ুথ কমপ্লেক্সের সভাপতি ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার কারনে দলীয় নেতা-কর্মিদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন।
মেহেদী হাসান বিশ্বাস বলেন, তার পিতা মৃত মোশাররাফ হোসেন বিশ্বাস ছিলেন কেশবপুরে বিএনপি প্রতিষ্ঠাতারে মধ্যে অন্যতম একজন। তিনি নিষ্ঠার সাথে কেশবপুর থানা ইয়ুথ কমপ্লেক্সের সভাপতি ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে ছিলেন। তিনি তার পিতার আদর্শ বুকে ধারন করে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি সুনামের সাথে পৌর যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া গত পৌরসভা নির্বাচনে পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন।