1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

চাচড়া ইউপি চেয়ারম্যানের জমি দখল, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৬ বার সংবাদটি পাঠিত
চাচড়া ইউপি চেয়ারম্যানের জমি দখল

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে একদল প্রভাবশালী চক্র তার পৈতৃক জমিতে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দখলে নেওয়ার চেষ্টা করে। এঘটনায় চেয়ারম্যানের মা সায়িদা ইয়াসমিন (৬০) থানা ও সেনাবাহিনির ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি তার স্বামীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে। সাহিদা ইয়াসমিনের স্বামী জীবদ্দশায় ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি আঃ রউফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে আঃ রউফ ওই জমি আরও দুই ব্যক্তির কাছে বিক্রি করার সময় কৌশলে জমির অবস্থান পরিবর্তন করে অন্য জমি দখল করেন। বিষয়টি জানাজানি হলে সাহিদা ইয়াসমিনের পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের হুমকি দিতে শুরু করে। সায়িদা ইয়াসমিনের ছেলে ইউপি চেয়ারম্যান শামীম রেজা এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।এর মধ্যে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বিবাদীরা আইন অমান্য করে শাহিদা ইয়াসমিনের জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণ শুরু করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন শাহিদা ইয়াসমিন। অভিযুক্ত মো. বাবুল এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউপি সদস্য শামীম রেজা বলেন, তার বাবার ক্রয়কৃত জমি জোর করে ভোগ দখল করতে চাচ্ছে বাবুলগং। অবৈধ টাকা ব্যয় করে স্থানীয় কিছু ব্যক্তিকে হাত করে এই কাজ করছে তারা। এ ঘটনায় তিনি উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী বাবুল বলেন, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION