ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। তারা সবাই বিভিন্ন মামলার আসামি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, আওয়ামী লীগ নেতা ও এমপি শান্তর ঘনিষ্ঠভাজন আতিকুর রহমান (৪৫) উল্লেখযোগ্য। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে কোতোয়ালি মডেল থানায়। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।