1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দেবহাটায় দিনমজুরীর আত্মহত্যা

  • প্রকাশের সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার সংবাদটি পাঠিত
দেবহাটায় দিনমজুরীর আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা(সাতক্ষীরা)

দেবহাটা উপজেলা কুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জেলমারী গ্রামের জনাব আলীর ছেলে তৈয়াব হাসান (৩৬) ৩ সন্তানের জনক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । জানা যায়, ২ ফেব্রুয়ারী রবিবার রাত্রে যেকোনো সময়ে আত্মহত্যা করে। সকালে ভোরে নিজের ঘরের মধ্যে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে তার মা। তার মার আত্নচিৎকারে পাশের প্রতিবেশীরা এসে দড়ি কেটে তার মরদেহটি নামায়। তার মা জানান,আমার ছেলে তৈয়াব হাসান ভ্যান চালাইয়া বউ বাচ্চা নিয়ে সংসার চালাত কিন্ত কিছু দিন যাবৎ তার মানসিক সমস্যার কারণে হাওয়া জাওয়া মত থাকত,কোন কাজ কর্ম করতে পারত না। তাকে মানসিক ডাক্তার দেখানো হলেও ভালো ছিল না। তার মধ্যে ৮/৯ দিন আগে তার রড় মেয়ের সিজারে একটি বাচ্চা হয়ে মারা যায়। তার পর থেকে গত ৩ দিন যাবৎ তার মানসিক অবস্থা আরও উদাসীন ছিল কাহারো সাথে কথা বলত না। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল বলেন, ওই দিন রাত্রে তার স্ত্রী বাড়িতে ছিল না, তার বাপের বাড়িতে ছিল, তার মানসিক সমস্যা থাকার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি জানান, গলায় দড়ি দেওয়ার সংবাদ পেয়ে আমি সরজমিনে যাই। তদন্ত করে দেখি তার মানসিক সমস্যা ছিল, মানসিক ডাক্তারের প্রেসক্রিপশন আছে, সেকারণের জন্য গলায়দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION