1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দেবহাটায় দু’গ্রুপের উত্তেজনা ঘিরে ১৪৪ ধরা জারি

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার সংবাদটি পাঠিত
দেবহাটায় দু'গ্রুপের উত্তেজনা ঘিরে ১৪৪ ধরা জারি

আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা

দেবহাটায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের কর্মসূচিকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা থেকে দেবহাটা উপজেলায় এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।তিনি জানান, গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।আদেশে জানানো হয়, সম্মেলন স্থল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার।সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION