কণ্ঠ ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অভিমুখে লংমার্চ কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউজিসির সামনে এলে তাদের আলোচনায় বসার আহ্বান জানায় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা তাতে রাজি না হয়ে দাবি মানার আহ্বান জানান। ছাত্রদের লংমার্চ কর্মসূচি ও গুচ্ছ ভর্তি বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাজ হবে ছাত্রছাত্রীদের কল্যাণে। শিক্ষার্থীরা কী বলতে চায় আমরা শুনবো। তাদের কল্যাণে যেটা প্রয়োজন সেটাই করবো। কারণ ইউজিসি ও আমাদের দেশ সাধারণ মানুষের। সাধারণ মানুষের প্রয়োজনগুলোকে মাথায় রেখে কাজ করছি।’ এর আগে সকলে শিক্ষার্থীরা প্রথমে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে পৌঁছান শিক্ষার্থীরা। সেখানে পৌঁছানোর পর ইউজিসির এক প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধিদের কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তবে তারা তা প্রত্যাখান করে দাবি মেনে নেওয়ার আহ্বান। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী রহমত উল্লাহসহ ভর্তিচ্ছুরা জানান, একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিক্ষার্থীদের আর্থিক সংকুলান সম্ভব নয়। একটি আবেদনে একবার টাকা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে। গুচ্ছ না হলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আলাদা করে ভর্তির আবেদন করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এতো অর্থ খরচ করা বেশিরভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভব না। তাই তাদের দাবি– গুচ্ছ পরীক্ষায় সব বিশ্ববিদ্যালয় অংশ নিক। ইউজিসির কাছে শিক্ষার্থীদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ আয়োজন ঠিক রাখে। কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই এবার সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে বলে জানা গেছে। আগামী ২৫ এপ্রিল গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।