1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় বালিকা অনুর্ধ্ব-১৭ ঝিকরগাছা চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার সংবাদটি পাঠিত
জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় বালিকা অনুর্ধ্ব-১৭ ঝিকরগাছা চ্যাম্পিয়ন

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি

জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় বালিকা অনুর্ধ্ব-১৭ ঝিকরগাছা চ্যাম্পিয়ন হয়েছে। যশোর শামছুল হুদা স্টেডিয়ামে ঝিকরগাছা উপজেলা বনাম শার্শা উপজেলার মধ্যকার বালিকা অনুর্ধ্ব-১৭ দলের খেলায় দ্বিতীয়ার্ধে ঝিকরগাছা উপজেলা দলের ৯নং জার্সি পরিহিত কেয়া খাতুন ০১ গোল করে দলকে এগিয়ে ১-০ গোলে ঝিকরগাছা উপজেলা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ঝিকরগাছা দলের সুস্মিতা রায় ও সেরা খেলায়ার নুরজাহান নির্বাচিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার মোঃ খালিদ জাহাঙ্গীর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান, ঝিকরগাছা উপজেলা জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, আইসিটি অফিসার মঈদুল ইসলাম, ঝিকরগাছা স্পোটস্ ক্লাবের আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক (কোচ) মোস্তাফিজুর রহমান মুন্না, সাবেক ফুটবলার কৃষ্ণপদ পাল, আবু হেনা মোস্তফা কামাল সহ আরও অনেকে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION