1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার সংবাদটি পাঠিত
ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে চোর সন্দেহে মো. মিল্লাত চৌধুরী (৩১) নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসতবাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।নিহত মিল্লাত চৌধুরী গেরদা গ্রামের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে। স্থানীয়রা জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুঠোফোনের সঙ্গে যুক্ত ছিল। মুঠোফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে চোরকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন তাকে পিটুনি দেয়। গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্টু প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, নিহত মিল্লাত চৌধুরীর নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে অভিযোগে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION