1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

ঠাকুরগাঁও স্টেডিয়াম আয়োজিত কনসার্টে স্থান পরিবর্তনে দাবিতে প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার সংবাদটি পাঠিত
ঠাকুরগাঁও স্টেডিয়াম আয়োজিত কনসার্টে স্থান পরিবর্তনে দাবিতে প্রতিবাদ সমাবেশ

রুবেল রানা,স্টাফ রিপোর্টার

“মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও” এই স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় শহরের চৌরাস্তা ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটর সাথে সংশ্লিষ্টরা ব্যক্তিবর্গের ব্যানারে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনালিস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়ার রাশেদ, জুলু, আরমান ও বর্তমান খেলোয়াড় সহ অনেকে। তারা বলেন, ঠাকুরগাঁও চিরন্তন এর উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পী খ্যাত তাসরিফ খান (কুড়েঘর) আসছেন ঠাকুরগাঁও জেলা শহীদ মোহাম্মদ স্টেডিয়ামে মাঠে। এতে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা ১ ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য। সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতি চলমান। চলমান এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। তাই ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানাচ্ছি। তারা বলেন, স্টেডিয়ামে কনসার্ট করা হলে আমাদের মাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি, মাঠটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। যেখানে একটি মাঠ উপযুক্ত করতে আমাদের প্রায় ৭ মাস সময় লাগে এবং খরচ হয় প্রায় ৭ লক্ষ টাকা। এসব ক্ষয়ক্ষতি যেন না হয় এজন্য আমরা এই কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছি। পরে তারা এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION