দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(সোমবার) ৯ ডিসেম্বর সকাল ১০ টায়, খুলনা সজেকা দুর্নীতি দমন কমিশনারের সহযোগিতায় দেবহাটা উপজেলা দুর্নীতি দমন কমিটির আয়োজনে,প্রথমে র্যালি ও র্যালি শেষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা দুর্নীতি দমন কমিটির সভাপতি মোঃ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বিশেষ অতিথি। খুলনা সাজেকা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক,মোঃ আশিকুর রহমান উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা খাতুন উপজেলার পরিসংখ্যান কর্মকতা কাজী সিদরাতুলমুনতাহা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষন কর্মকর্তা শাহানারা খাতুন সহ উপজেলার বিভিন্ন প্রান্তের সুধীবৃন্দ।