1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই’ প্রদর্শনী দেখতে জামায়াত নেতার আহ্বান

  • প্রকাশের সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার সংবাদটি পাঠিত
প্রদর্শনী ঘুরে দেখছেন শফিকুল ইসলাম মাসুদ

কণ্ঠ ডেস্ক

গণঅভ্যুত্থান নিয়ে শিবিরের আয়োজন ‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই’ পরিদর্শনে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে ছাত্রশিবিরের কী ভূমিকা, তা দেশবাসী স্পষ্ট করেই জানেন। তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে এই ছাত্রসংগঠন যে মাইলফলক তা সবার জানা।’ তিনি বলেন, ‘আজকের এই ফ্রেমে বন্দি ৩৬ জুলাই আয়োজনটি দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রদর্শনী হওয়া জরুরি। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সুন্দর করে গড়তে প্রতিটি অভিভাবককে ফ্রেমে বন্দি ৩৬ জুলাই—এই প্রদর্শনী দেখতে যাওয়া প্রয়োজন।’রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় আরও ছিলেন ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান প্রমুখ।নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রজনতার জুলাই বিপ্লবকে সরকারি উদ্যোগে নানা আয়োজন করে সবার কাছে জাগ্রত রাখতে হবে। তিনি গণঅভ্যুত্থান নিয়ে অভিনব ‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই’ আয়োজন করায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান। শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি—ফ্রেমে বন্দি ৩৬ জুলাই পরিদর্শনে আপনারা আসুন। ২৪-এর আন্দোলনের যে স্পিরিট সেটি অনুধাবন করে যান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION