1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দেবহাটার সরকারি সমাজসেবার প্রশিক্ষন কেন্দ্রটি রাতারাতি দখল

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার সংবাদটি পাঠিত
দেবহাটার সরকারি সমাজসেবার প্রশিক্ষন কেন্দ্রটি রাতারাতি দখল
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কুঠিরশিল্প প্রশিক্ষন কেন্দ্রটি রাতারাতি দখলের ঘটনা ঘটেছে, সরকারি এক তলা বিশিষ্ট এই ভবনটির সরকারি সাইনবোর্ড কুঠির শিল্প প্রশিক্ষন কেন্দ্র লেখার উপরে “মেসার্স সরদার এন্টার প্রাইজ ” প্রোঃ এম এ হাবিব,মোকাম উপজেলা সদর, দেবহাটা, সাতক্ষীরা। এমন লেখা একটি সাইনবোর্ড স্থান করে নিয়েছে। সরকারি সম্পাদের মালিক সরকারই, খোজ নিয়ে জানা যায় গত (রবিবার)  কোন এক সময় কুঠির শিল্প প্রশিক্ষন কেন্দ্রটিতে, উক্ত ব্যাক্তি মালিকানার সাইনবোর্ডটি সাটানো হয়েছে এবং একই দিনে ভবনটির প্রবেশ পথটির প্রস্বাস্থ্য করতে, ভবনটিতে খোড়া খুড়ির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের অবস্থিত ক্যাম্পাসের ভাবনটির বেদখল হলেও খোজ রাখে না কতৃপক্ষ। এই বিষয় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি ভবনে সাইনবোর্ড টানানো বা খোড়াখুড়ির বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরো বলেন সরকারি সম্পাদ সরকারের বেদখল করার সুযোগ নেই। যদি কেউ এই কাজের সাথে জড়িত হয় তারা আইনের আওতায় আসবে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা অধির কুমার গাইন বলেন, কিছু দিন পূর্বে দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, এম এ হাবিব, ও রেজাউল করিম বাপ্পা উক্ত প্রশিক্ষন সেন্টারটি বরাদ্দ নেওয়ার বিষয় জানালে। আমি তাদের কে বলি সরকারি প্রতিষ্ঠান ব্যাক্তি মালিক আনায় বরাদ্দ দেওয়ার আইন নাই। উক্ত ভবনটি সমাজসেবা প্রচালিত প্রশিক্ষন কেন্দ্র। ভবনটিতে সরকারি আসবাবপত্র সহ বিভিন্ন সমগ্রীক উপন্থিতি বিদ্যমান, তিনি আরো বলেন সরকারি সাইনবোর্ডের উপরে সাঁটিয়ে দেওয়া মেসার্স সরদার এন্টার প্রাইজের সাইনবোর্ডটি খুলে নিতে আমি, সহকারী অধ্যাপক ইয়াছিন আলীকে দুইদিন যাদব তাগেদা দিচ্ছি, তিনি আরো বলেন ইতিমধ্যে নির্বাহী অফিসার মহোদয় ও আমার দপ্তরের উদ্ধতন কর্মকর্তাতে অবহিত করেছি। এদিকে সরকারি দপ্তরের সরকারি ভবন দখল হওয়ার ঘটনায় দেবহাটায় সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION