1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

গোপালগঞ্জে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার সংবাদটি পাঠিত
গোপালগঞ্জে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে প্রায় পাঁচ ঘণ্টার সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর ও মোচনা ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালালেও উভয়পক্ষ সংঘর্ষ চালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র‍্যাব গিয়ে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION