কণ্ঠ ডেস্ক
এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারত পাকিস্তানে যাবে না। গত সপ্তাহে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি চিঠি পাঠিয়ে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে এই ব্যাপারে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এক মুখপাত্র ক্রিকবাজকে বলেছেন, ‘গত সপ্তাহে আইসিসির পাঠানো চিঠির জবাব দিয়েছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে বিসিসিআইর না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে।’ ফিরতি চিঠিতে পিসিবি আইসিসিকে মনে করিয়ে দিয়েছে, সম্প্রতি নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশটিতে গিয়ে খেলেছে। প্রথম দুটি দল সফর করেছে একাধিকবার। বিসিসিআই এই অবস্থানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বিকল্প কিছু ভাবতে হচ্ছে। পিসিবিও সরকারের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাইছে, ‘পিসিবি আইসিসির কাছ থেকে পাওয়া ইমেইল পাকিস্তান সরকারের কাছে ফরোয়ার্ড করেছে, তাদের পরামর্শ ও দিকনির্দেশনা চাওয়া হয়েছে।’ দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তানে যায়নি ভারত। গত বছর পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করলেও ভারত হাইব্রিড মডেল অনুসারে তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কাতে। এবারও ভারত তাদের দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসলেও আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একই ব্যবস্থাপনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পিসিবি।