1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কর্মকর্তাকে অবরুদ্ধ করে অবশেষে বাহরাইনে যাচ্ছেন হানিফ

  • প্রকাশের সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২ বার সংবাদটি পাঠিত
হানিফ মুন্না

কণ্ঠ ডেস্ক

হানিফ মুন্না দেশের দ্বিতীয় বাছাই টেনিস খেলোয়াড়। কিন্তু আগামী ২০-২৩ নভেম্বর বাহরাইনে হতে যাওয়া ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতায় তার জায়গা হয়নি। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের ৬ সদস্যের খেলোয়াড় তালিকায় ছিলেন না তিনি। টেনিস ফেডারেশনের প্রাঙ্গনে বাছাই কমিটির আহবায়ক খালেদ আহমেদকে অবরুদ্ধ করে দলে জায়গা হয়েছে হানিফের! শুরুতে বলা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ফেডারেশন বাংলাদেশ দল থেকে বাদ দিয়েছিল। যদিও হানিফের দাবি, ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারের রোষের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন তিনি। এসব নিয়ে দিনভর ফেডারেশনে প্রতিবাদ জানাতে থাকেন হানিফ। ফেডারেশনের দাপ্তরিক কাজ শেষে যখন খালেদ বের হচ্ছিলেন, তখন হানিফ কয়েকজনকে নিয়ে খালেদের পথ অবরোধ করেন। খালেদ নিচ থেকে পরে বাধ্য হয়ে ফেডারেশনের ওপরে যান। সেখানেও তাকে একপ্রকার রুমে আটকে রাখা হয়। অবস্থা বেগতিক দেখে ফেডারেশন বাধ্য হয়ে হানিফকে দলে নেয়। যা নিয়ে সাধারণ সম্পাদক হায়দার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা খুব দুঃখজনক ঘটনা। একজন দলে সুযোগ না পেয়ে যেভাবে অবরুদ্ধ করে রাখলো। তাকে দলে না নিলে খালেদ সাহেবকে ছাড়া হবে না এমন অবস্থা তৈরি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে দলে নেওয়া হচ্ছে।’ দলে প্রবেশ ও অবরুদ্ধ করা প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমি জোরালো প্রতিবাদ করেছি। তারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পেরে শেষ পর্যন্ত দলে নিয়েছে।’

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION