1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে টেস্ট ছাড়বেন রোহিত!

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার সংবাদটি পাঠিত
রোহিত শর্মা, ফাইল ছবি।

কণ্ঠ ডেস্ক

টেস্টে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন রোহিত শর্মা। তার অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, অস্ট্রেলিয়ায় দল ভালো না করলে রোহিত টেস্ট থেকে অবসর নিতে পারেন। তাই রোহিতের উত্তরসূরি বেছে নিতে পরিকল্পনার ওপর জোর দিয়েছেন শ্রীকান্ত। জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে রোহিত বিদায় নিয়েছেন। কিন্তু ৩৭ বছর বয়সীকে টেস্টে ফর্ম নিয়ে লড়তে হচ্ছে। নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে ঘরের মাঠে সিরিজ হারের পর রোহিত স্বীকার করেছেন, অধিনায়ক হিসেবে নিজের ব্যর্থতার কথা। এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের মধ্যে ৪টিতেই জিততে হবে। তার ওপর উদ্বোধনী ম্যাচে রোহিতের হয়তো থাকা হবে না। তাই সব মিলে নেতৃত্বের ইস্যুতে আগামভাবে ভাবতে বলেছেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আপনাকে আরও সামনে এগিয়ে ভাবতে হবে। যদি রোহিত শর্মা ভালো না করে, আমার মনে হয় রোহিত নিজেই টেস্ট থেকে অবসরে যাবে। এটা আপনারা ভালো করেই জানেন।’ যেহেতু টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে রোহিত অবসরে গেছেন। আপাতত তিনি ওয়ানডে খেলে যাবেন বলে মনে করেন শ্রীকান্ত, ‘সে হয়তো শুধু ওয়ানডে খেলে যাবে। যেহেতু ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরে গেছে।এটা মনে রাখতে হবে রোহিতের বয়স হয়ে যাচ্ছে।’ টেস্ট ক্রিকেটে ৪২.২৭ গড়ে ৪ হাজার ২৭০ রান করেছেন রোহিত। তার সাম্প্রতিক ফর্মই আলোচনায়। শেষ ১০ ইনিংসে হাফসেঞ্চুরি মাত্র একটি। সিঙ্গেল ডিজিটে স্কোর রয়েছে ৬টি! কিউইদের বিপক্ষে তো গুরুত্বপূর্ণ মুহূর্তে বিলাসী শট খেলে বিপদ ডেকে এনেছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION