1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের নেতা: জেলা বিএনপি নেতা মুছা

  • প্রকাশের সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার সংবাদটি পাঠিত
মণিরামপুরে প্রয়াত তরিকুল ইসলামের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুছা

তাজাম্মূল হুসাইন,মনিরামপুর

জেলা বিএনপির সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মাদ মুছা বলেছেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের রাজনীতির সঙ্গে আজীবন যুক্ত। পরবর্তীতে মজলুম জননেতা মওলানা ভাষানীর অনুসারী হিসেবে ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত তিনি সবসময় ছিলেন জনগণের পক্ষে। দেশ ও দশের প্রতি সহমর্মী এই মানুষটি সবসময় নিজ আদর্শে ছিলেন অবিচল। জাতীয়তাবাদী রাজনীতির কল্যাণে গণমানুষের ভাগ্যের পরির্তন ঘটিয়ে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক শোষণমুক্ত সমাজ এবং গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল মরহুম তরিকুল ইসলামের রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন আজীবন। আজীবন সংগ্রামী এই নেতা নিষ্ঠুর নির্যাতন সহ্য করেও কঠিন সিদ্ধান্তে অটুট থাকতেন। তাঁর রাজনীতি দলীয় নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে। সোমবার দুপুরে মণিরামপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মত্যৃ বার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। থানা ও পৌর য্বুদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল এবং কৃষকদলের আয়োজনে স্বরণ সভায় উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু।

বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশমাতৃকার মুক্তিতে প্রয়াত তরিকুল ইসলামের সাহসী ভ‚মিকার জন্য জাতি তাঁকে চিরদিন কৃতজ্ঞতাচিত্তে স্বরণ করবে। তাঁর কর্মমত জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। জনঘনিষ্ঠ ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম তরিকুল ইসলামের রাজনীতির মধ্যে নিহিত ছিল সমাজ উন্নয়নের মূল শক্তি। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটছে। এ ঘটনাকে কেন্দ্র করে হয়তো বা আমার স্বরণ সভা করতে হতো আপনাদের। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আলতাফ হোসেন, এ্যাড: মুজিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য আবু বক্কার সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মহাসিন হোসেন, উপজেলা বিএনপির সদস্য কফিল উদ্দীন, পৌর বিএনপির সদস্য একে আজাদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, শ্রমিকদলের সভাপতি মোমিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিকাইল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম, মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিঠু প্রমুখ। স্বরণ সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION