1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

তবুও মালদ্বীপকে সমীহ করছেন বাংলাদেশ কোচ

  • প্রকাশের সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার সংবাদটি পাঠিত
তবুও মালদ্বীপকে সমীহ করছেন বাংলাদেশ কোচ

কণ্ঠ ডেস্ক

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ দুটিকে সামনে রেখে আজ থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক তালিকা থেকে ১৫ জন ফুটবলার আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন। অসুস্থতার কারণে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ক্যাম্পে যোগ দেননি। তার পরিবর্তে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠের অনুশীলন নামবে। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মালদ্বীপ দল বেশ কিছু দিন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তাদের শক্তিমত্তা নিয়ে কোনও সংশয় নেই। তারা ভালো দল। তাদের বিপক্ষে আমাদের জয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।’ নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার দলে না থাকা নিয়ে কাবরেরা বলেছেন, ‘জামাল ব্যক্তিগত কারণে ডেনমার্কে রয়েছে। আমরা ওর পাশে রয়েছি। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে।’

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION