1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ

  • প্রকাশের সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার সংবাদটি পাঠিত
হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ

কণ্ঠ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ টাইগারদের সামনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা যায়নি স্বাগতিক কোচ কিংবা অধিনায়ককে। বাংলাদেশের হয়ে এদিন তাইজুল ইসলামকে এসেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে। সেখানে শেষ টেস্টে জয়ের জন্যই খেলবেন বলে জানিয়েছেন এই স্পিনার। এমনকি জয়ের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তাইজুল। তিনি বলেন, ‘টার্গেট একটাই থাকবে। জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।’মিপুরে দল হিসেবে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর কারণ হিসেবে তাইজুল বলেন, ‘প্রত্যেক ম্যাচই একটি সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি পার্টনারশিপ করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি, টার্গেট বড় হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।’ দ্বিতীয় টেস্টের একাদশ ও কম্বিনেশন নিয়ে তাইজুল বলেন, ‘এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেনের দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন এইডেন মার্করাম। সেখানেই জানালেন চট্টগ্রামের উইকেট দেখেই পরিকল্পনা সাজাতে চান তিনি। মার্করাম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, আমার বিশ্বাস ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কিভাবে ফেলতে হবে সেটা নিয়ে ছেলেরা কাজ করছে।”সে জন্য তাদেরকে নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে বা করছে সেটার ওপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কিভাবে খেলব। আমাদের উপরের সারির যে ৬জন ব্যাটার আছে তারা সবাই রান করার জন্য ক্ষুধার্ত।’-যোগ করেন তিনি।শেষ টেস্টে নিজেদের লক্ষ্য নিয়ে মার্করাম বলেন, ‘আমার মনে হয় না এটা চাপের কিছু, উল্টো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে আরও ৫টি ম্যাচ আছে, সেগুলোতে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। ফাইনাল খেলি বা না খেলি এটা পরের হিসেব। তবে আমাদেরকে লড়তে হবে, বাকিটা ভাগ্যের ওপর। ৫টা টেস্ট কিন্তু কম নয়, অনেক চ্যালেঞ্জের খেলা, আমাদের সেশন বাই সেশন ভাবতে হবে। আমরা এই সুযোগটা লুফে নিতে আগ্রহী, নিজেদের এই সুযোগটা আমরা দিতে চাই।’

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION