মাগুরা প্রতিবেদক
মাগুরা পৌরসভার ইসলাম পাড়া সংলগ্ন নবগঙ্গা নদী তে খেয়াঘাটের ব্রীজের উভয় পাশের সংযোগ সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দীর্ঘ দিন যাতায়াতে ভোগান্তিতে রয়েছে পারন্দুয়ালীর চরপাড়ার হাজারো মানুষ। প্রতিদিন পারনান্দুয়ালী চরপাড়া এলাকায় অধিকাংশ মানুষ ব্যবসাসহ নানা পেশার সাথে জড়িত। কেউ আবার চাকুরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শহরে । এ এলাকা থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থী শহরে যাতায়াত করে স্কুলে। কিন্তু সংযোগ সড়কের উভয় পাশের রাস্তায় গর্ত হয়ে থাকার কারণে দীর্ঘদিন যাতায়াত ব্যাহত হচ্ছে তাদের। বিশেষ করে যারা শহরে ব্যবসা করে রাতে বাড়ী ফেরেন তাদের পড়তে হয় বেশি ভোগান্তিতে । খেয়াঘাটের ব্রীজ সংলগ্ন এলাকায় কোনো লাইটিং না থাকার কারণে অনেকে রাস্তা পার হতে দুর্ঘটনার শিকার হচ্ছেন। আবার অনেকে শহরের নতুন বাজার হয়ে চরপাড়া ডুকছেন। তাই দ্রæত এ রাস্তার সংস্কার চেয়েছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়া খেয়াঘাটে নবগঙ্গা নদীর উপর ৪০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৯ নভেম্বর। এ ব্রীজটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। খেয়াঘাটের উত্তর পাশে রয়েছে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী চরপাড়া এলাকা এবং দক্ষিণ পাশে রয়েছে ইসলামপাড়া এলাকা। এ দু’এলাকা মানুষ পূর্বে বাঁশের সাঁকোর মাধ্যমে চলাচল করতো। বিশেষ করে পারনান্দুয়ালী চরপাড়ার অধিকাংশ মানুষ মাগুরা শহরের বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন । উভয় পাশ্বের মানুষের যাতায়াতের জন্য মাগুরা পৌরসভা নির্মাণ করে এ সেতুটি। কিন্তু সেতুর উভয় পাশে ব্রীজের সাথে রাস্তার সংযোগ সড়ক পৌরসভা করতে গেলে সংলগ্ন এলাকায় মানুষের অনেকের বাড়ি বাধার সম্মুখিন হয়। রাস্তা করার জন্য অনেকে বাড়ি ভাঙার তাগিদ দেয় পৌর কর্তৃপক্ষ। রাস্তা করার জন্য একাধিকবার পৌরসভার কাউন্সিল,উর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকাবাসীর সাথে মিটিং করেও কোনো কাজ হয়নি। পারনান্দুয়ালী চরপাড়ার এলাকার দারুস সালাম জামে মসজিদের ইমাম মোতাসিন বিল্লাহ জানান, খেয়াঘাটের ব্রীজটি অনেক আগেই উদ্বোধন হয়েছে। কিন্তু ব্রীজের সাথে ঘাটের দু’পাশের রাস্তা করা নিয়ে চলছে অনেক সমস্যা। কেউ তার নিজ বাড়ি ভেঙে নিয়ে রাস্তার জায়গা দিতে চায় না । ফলে হচ্ছে না কোনো রাস্তা। এদিকে ব্রীজের দু’পাশে রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হওয়াতে ভোগান্তিতে পড়েছে চরপাড়ার শত শত মানুষ। এ ব্রীজ দিয়ে এলাকার সাধারণ মানুষ,ব্যবসায়ী,শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে । কিন্তু রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে যাতায়াত ব্যাহত হচ্ছে। আমরা এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি অতি দ্রæততার সাথে ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তাটি মেরামত করে যাতায়াতের উপযোগী করলে আমরা উপকৃত হবো। পারনান্দুয়ালী চরপাড়ার বাসিন্দা ব্যবসায়ী নুরে আলম দিপু জানান, দীর্ঘদিন ধরে রাস্তায় গর্ত থাকার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে। আমরা বার বার পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো কাজ হয়নি । এ এলাকার অধিকাংশ মানুষ নানা পেশার সাথে জড়িত । বিভিন্ন কাজে তাদের শহরে যেতে হয়। কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে আমরা ভোগান্তিতে আছি। শুধু চলাচলের জন্য পৌর কর্তৃপক্ষ যদি রাস্তাটি মেরামতের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী জানান, ব্রীজটি আগেই উদ্বোধন হয়েছে। তবে ব্রীজের কিছু কাজ বাকী রয়েছে। রাস্তা করার জন্য ব্রীজ সংলগ্ন এলাকায় কিছু সমস্যা রয়েছে সেটি আমরা সমাধানের জন্য এলাকাবাসীর সাথে চেষ্টা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রীজ সংলগ্ন এলাকাটি পরিদর্শন করেছে। আগামীতে দ্রæততার সাথে ব্রীজটি চলাচলের জন্য আমাদের জোর চেষ্টা থাকবে।