নড়াইল সদর প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(১৮ অক্টোবর) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চরবালিদিয়া বাজারে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযান চালিয়ে দুই গ্রুপের ১১ জনকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মৃত,আমির মোল্যার ছেলে মো.রউফ মোল্যা (৫৮), আইন উদ্দিনের ছেলে বশির মোল্যা( ৫৬), মৃত মোকলেছুর রহমানের ছেলে ছবেদ আলী( ৬২), মধু শেখের ছেলে শফিকুল (৪০), হাবিবর মোল্যার ছেলে সুমন মিয়া (৩৫), মৃত, রফিউদ্দিনের ছেলে উইনুস মোল্যা (৬০),খলিলুর রহমানের ছেলে আলাউদ্দিন (৩৮), মো.বাবর মোল্যার ছেলে আশিক মোল্যা(২৫), মৃত এলেম শেখের ছেলে জাফর শেখ (৬৫), মো.জাহাঙ্গীর রহমানের ছেলে সজন মোল্যা (৩০), মৃত ইমাম উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৪১)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে একটি গ্রুপের নেতৃত্ব দেন লিটন মোল্যা ও অপর গ্রুপের নেতৃত্ব দেন রাজু মুন্সী। উভয় গ্রাম চরবালিদিয়া থানা লোহাগড়া জেলা নড়াইল। আজ সকাল ১০ টার সময় ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়ান পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও দুই গ্রুপের ১১ জনকে গ্রেফতার করে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।