1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

এইচএসসিতে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার সংবাদটি পাঠিত
এইচএসসিতে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

যশোর প্রতিনিধি

উচ্চ মাধ্যমিকের ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবছর যশোর বোর্ডে ৬৪ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী। গতবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ১৮ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ৮৩ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবছর যশোর বোর্ড থেকে ১ লাখ ২২ হাজার ৫১২ জন পরীক্ষার্থী অংশ নেন। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার জানান, গত বছর পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ ছিলো আর এই বছর পাসের হার ৬৪.২৯ শতাংশ। এটার কারণ ইংরেজিতে ফলাফল অবনতি ও লম্বা সিলেবাসে পরীক্ষা হওয়া শিক্ষার্থীরা সময় কম পেয়েছে একারণে এবছর বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। এ থেকে উত্তরর্ণে শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকদের একসাথে কাজ করতে হবে। তবে এবছর এ শিক্ষা বোর্ডে ৭টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর শতভাগ পাস প্রতিষ্ঠানের। শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসির ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যান ফল ঘোষণা করেন। সেখানে সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION