1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

পায়ের চোটে ছিটকে গেলেন সাকা

  • প্রকাশের সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার সংবাদটি পাঠিত
পায়ের চোটে ছিটকে গেলেন সাকা

কণ্ঠ ডেস্ক

ইউরোপের ক্লাবগুলোর ফুটবলাররা চলতি মৌসুমে চোটের মিছিল দীর্ঘায়িত করেই চলছেন। সেই মিছিলে সবশেষ যোগ দিলেন আর্সেনালের ইংলিশ তারকা বুকায়ো সাকা। নেশন্স লিগের পরের ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে তাকে পাচ্ছে না ইংল্যান্ড। চোট নিয়ে আর্সেনালে ফিরছেন সাকা। গ্রিসের বিপক্ষে চোট পান সাকা। সেই ম্যাচে হারের তেতো স্বাদ পায় ইংল্যান্ড। পয়েন্ট হারানোর সঙ্গে দলের অন্যতম সেরা উইঙ্গারকেও হারাতে হলো তাদেরকে। ২-১ গোলে হারের ম্যাচে ৫১তম মিনিটে পায়ের চোটে মাঠ ছাড়েন সাকা। আনুষ্ঠানিক বিবৃতিতে ইংল্যান্ড ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট নিয়ে এরই মধ্যে আর্সেনালে ফিরে গেছেন সাকা। সেখানেই চলবে তার পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া। সাকার চোট আর্সেনালের জন্যও বড় ধাক্কা। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন ক্লাব অধিনায়ক মার্টিন ওডেগোর। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে শিরোপাপ্রত্যাশীরা। এদিকে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকার পাশাপাশি কার্টিস জোন্সকেও পাবে না ইংল্যান্ড। বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন লিভারপুল মিডফিল্ডার। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নেশন্স লিগে ‘বি’ লিগের ‘২’ নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তিন ম্যাচের সবকটি হারা ফিনল্যান্ড তলানিতে। আর পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION