1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

উৎসব মুখর পরিবেশে ঝিকরগাছায় ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

  • প্রকাশের সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১ বার সংবাদটি পাঠিত
উৎসব মুখর পরিবেশে ঝিকরগাছায় ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

মেহেদী হাসান রাজু

যশোরের ঝিকরগাছায় ষষ্ঠীপূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে এশারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে । উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এবছর উপজেলার ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। প্রতিটি মন্ডপে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।দেবীর বোধন, আমন্ত্রণ ও ৬ষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। এউপলক্ষে উপজেলার সব মন্ডবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিটি মণ্ডপে গ্রাম পুলিশ, আনসার ভিডিপি, থানার পুলিশ ও একজন করে সরকারি কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে কমিটি করে সারাক্ষণ দেখভাল করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কমিশনার (ভূমি) ও শৃঙ্খলা বাহিনীর বিশেষটিম স্টাইকিং ফোর্সের মাধ্যমে সজাগ দৃষ্টি রেখেছেন। পজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী বলেন, এ উপজেলাতে কোন মন্ডপে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে। সব সময়ে উপজেলা ইউএনও স্যার ও পুলিশ প্রশাসন খোঁজ রাখছেন।যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার ডিজিএম টি. এম. মেজবাহ আহমেদ বলেন, উপজেলার মল্লিকপুর সার্বজনীন পূজা মন্ডপে আমাকে দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে। এটা আমার চাকরি জীবনে প্রথম।আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, পূজায় অর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শান্তিপূর্ণসহ অবস্থানের পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো অপ্রীতিকার ঘটনার আশঙ্কা নেই।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION