চৌগাছা(যশোর)প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় সমতল ভূমি থেকে এমনকি বিল বাওড় থেকেও অবৈধভাবে বালি উত্তোলন কোনক্রমেই থামছে না। চৌগাছা কোটচাঁদপুর সড কে পাতিবিলা বাজার পার হলেই রাস্তা দুই ধারে দেখা মিলবে বিশাল বিশাল জলাকার।অথচ এই জলাকার এলাকা এক সময় ছিল সমতল ভূমি। একশ্রেণীর অসাধু ব্যক্তি অধিক মুনাফা লোভে সমতল ভূমি থেকে বালি তোলার কারণে এখন সেখানে সৃষ্টি হয়েছে জলাকার। বছরের পর বছর ধরে বালি তোলার ফলে আশপাশের সমতল ভূমি ভেঙে ওই জলাকারী মিশে যাচ্ছে। শুধু তাই না চৌগাছা কোটচাঁদপুর মেইন সড ক বর্তমানে হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ বিগত আওমি সরকারের আমলে হর হামেশে তোলা হয়েছে বালি। এখনো তারা বালি তোলার কাজে নিয়োজিত আছে। শুধু পাতিবিলা না উপজেলার ঢেকিপুতা মির্জাপুর হায়াতপুর বকশিপুরসহ বিভিন্ন এলাকায় বালি তুলার কারণে ওই সকল এলাকা এখন চরম হুমকির মুখে। এ এলাকাবাসীর দাবি আর যেন কোন ব্যক্তি অবৈধভাবে বালি না তুলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হোক।