স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মেয়র আশরাফ জানিয়েছেন ১৫ জুলাই তার মোবাইল ফোনের ইমুতে হত্যার হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি ১৬ জুলাই ফোনে দেখতে পার এ হত্যার হুমকির ম্যাচেজ।কালীগঞ্জ পৌরসভার মেয়র মঙ্গলবার বিকাল ৫ টার দিবে জানান, ১৫ জুলাই তার মোবাইল ফেনের ইমুতে তিনি ও এমপির কন্যা ডরিন কে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি ফোনের ম্যাচেজ খেয়াল করতে না পারায় মঙ্গলবার বিকালে দেখতে পান। ইমোতে টেক্সট ম্যাসেজের মাধ্যমে এই হত্যা হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেওয়া হয়েছে।ম্যাসেজে লেখা রয়েছে ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশ ও কিমা কিমা করতে চাস। তুই ও ভালো হয়ে যা, আর ডরিনকে ভালো হয়ে যেতে ক, না হইলে দু,জনের লাশ কিমা কিমা করে ফেলামু, কেউ বাদ যাবে না কিন্তু।মেয়র আশরাফ বলেন, এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে এসব কথা দিখে ভয় দেখালে আমরা ভয় পায় না। এদিকে ডরিন বলেন, আমরা ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাব যারা এমন ম্যাচেজ দিচ্ছ তারা কি বোঝাতে চায়। আমরা এসব নিয়ে চিন্তা করি না, শুধু বাবা আনারের বিচার চায় ফাঁসি চায়।ডরিন বলেন, জেলা ও উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ এই হত্যার ঘটনা শুনেছে। আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমিসহ পরিবার ডিএনএ টেস্ট করতে কলকাতা যাবো। এমন সময় হুমকি দিয়ে তারা আমাদের কী বোঝাতে চায় তারা। মোটেও আমাদের ভয় বা ভীতি বা হারানোর কিছু নেই। সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন। মেয়র আশরাফুল আলম আশরাফ এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় অভিযোগ দিবেন বলে জানান। গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।