শফিয়ার রহমান,পাইকগাছা
পাইকগাছায় আদর্শ লাইব্রেরীর পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা উপজেলার হরিঢালীতে অবস্থিত আদর্শ লাইব্রেরীর উদ্যোগে পুনর্মিলনী ও পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রার এমপি মোঃ রশীদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ রশীদুজ্জামান বলেন, আমাদের চারিপাশে প্রকৃতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। লবণ পানির কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে। আমাদের সবাইকে গাছ লাগিয়ে পরিবেশ বিপর্যয় ঠেকাতে হবে। লাইব্রেরী হচ্ছে আলোর বাতি ঘর। তিনি আরো বলেন, আদর্শ লাইব্রেরী মাধ্যমে আলোকিত সমাজ গড়তে হবে।
আদর্শ লাইব্রেরীর সভাপতি আলহাজ্ব মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ, বিশেষ জজ আদালত ঢাকা ৯ শেখ হাফিজুর রহমান বলেন, আদর্শ লাইব্রেরী ইতিমধ্যে ভালো কর্মের মাধ্যমে পরিচিত পেয়েছে। অধ্যক্ষ এম নজরুল ইসলাম, (সালেহা স্কুল এন্ড কলেজ ঢাকা) ডা,মোহাঃ শেখ শহিদ উল্লাহ, (প্রিন্সিপাল নর্দান মেডিকেল কলেজ ঢাকা, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বছর, কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আরো যারা উপস্থিত ছিলেন, আদর্শ লাইব্রেরি উপদেষ্টা মন্ডলির সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন
পরিচালনা করেন আদর্শ লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।