1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩ বার সংবাদটি পাঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হাবিবা (৪) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় ওই শিশুর পিতা নুর ইসলাম (৪০) এবং সাজ্জাদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা হাওয়া ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই উপজেলার পার করফা গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নুর ইসলাম তার শিশু কন্যা হাবিবা ও সাজ্জাদ নামে আরেক যুবক মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি পার করফা যাচ্ছিল প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা হাওয়া ভাটা এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী এসি বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হাবিবা নিহত হন। বাকিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION