ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি
যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছার সরকারি বহুমুখী (এমএল) মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী বিদায় ও নবাগত ষষ্ঠ শ্রেণির ১০৬জন শিক্ষার্থীকে বরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ভূপালী সরকার। স্কুলের প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক (ইংরেজি) মো. সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক (ট্রেড ইন্সট্রাক্টর) অমিয় কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক (ট্রেড ইন্সট্রাক্টর) মো. মনির হোসেন, অবসরপ্রাপ্ত বিদায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী খন্দকার আরজ উদ্দিন, প্রয়াত ক্রীড়া শিক্ষক নির্মল কুমার সরকারের স্ত্রী, প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক কেএম ইদ্রিস আলী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ আরও অনেকে।