1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কালীগঞ্জে পানের বরজে আগুন: ৭ কৃষকের কোটি টাকার পানের বরজ পুড়ে ছাই

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার সংবাদটি পাঠিত
কালীগঞ্জে পানের বরজে আগুন: ৭ কৃষকের কোটি টাকার পানের বরজ পুড়ে ছাই

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে প্রায় ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে ভস্মিভ‚ত হয়ে গেছে। চোখের সামনে আগুনে বরজ পুড়তে দেখে ক্ষতিগ্রস্তরা মাঠের মধ্যেই আহাজারী করতে থাকেন। আগুনে ৭ জন পান চাষীর প্রায় কোটি টাকার স্বপ্ন পুুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষীরা হলেন, ওই গ্রামের আমজেদ আলী, গফফার আলী, আব্দুল হান্নান, আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, আনসার গাজি ও শিমুল হোসেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশেই মাঠে পানের বরজে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের বরজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করে। এরমধ্যে ৭ জন চাষীর প্রায় ১২ বিঘা জমির পান বরজ পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পানচাষীরা বলেন, আগুন কীভাবে লেগেছে তা কেউ বলতে পারছেন না। বরজ পুড়ে কিছুই অবশিষ্ট নেই। তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে। এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা। তবে কিভাবে আগুন লেগেছে সেটি তারা বলতে পারেননি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION