আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা(যশোর)
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের আয়োজনে ডিজিএম টিএম মেসবাহ উদ্দিনের চাকুরী বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি বিগত ২০২১সালের ২৪ ফেব্রুয়ারী যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসে উপ মহাব্যবস্থাপক/ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে যোগদান করেন। যোগদানের পর হতে সততার সহিত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করা সময়ে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নিতে সদয় সুন্দর ব্যবহার ও অফিস ক্যাম্পাস ফুলে ফুলে সৌদর্য্য বৃদ্ধিতে মনোনিবেশ করে ছিলেন। ঝিকরগাছা অফিসে দায়িত্ব পালনকালে সম্প্রতি সময়ে তিনি ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদ হতে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি হয়েছেন কিন্তু সেটা বাস্তবায়ন হবে আগামী ডিসেম্বর মাসে। বর্তমানে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে নারায়ণগঞ্জ জেলা অফিসে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে যোগদান করবেন। যেতে দিতে নাহি চাই, তবুও যেতে দিতে হয় কবির ভাষার মধ্যদেয়ে সকল সহকর্মী ও এলাকার সর্বসাধারণের ভালোবাসার অশ্রুসিক্ত হয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঝিকরগাছা জোনাল অফিসের মিটিং রুমে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের এজিএম ইমাম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া ডটকম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, আঃ মজিদ বিশ্বাস, ইসি বাসুদেব সেন, এমএসসি এসএম জাহিদুল ইসলাম, মিটার লিডার আকমুল ইসলাম, আল আমিন, লাইন টেকনিশিয়ান মীর শরিফুল ইসলাম, বিল্ডিং সুপারভাইজার রুমা পারভীন, এলএম-১ এনামুল হক, আলমগীর হোসেন, জহুরুল হক, আব্দুস সালাম, রুমা কান্ত, বিলিং সহকারী ফারজানা ইয়াসমিন সহ আরো অনেক। উল্লেখ্য, এসময় ডিজিএম টিএম মেসবাহ উদ্দিনের চাকুরী বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানব কল্যাণ ফাউন্ডেশন, গদখালী ব্লাড ফাউন্ডেশন ও মাল্টিমিডিয়া ডটকম সার্ভিসের পক্ষে ঝিকরগাছা উপজেলায় মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা ক্রেস তুলে দেন মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও মাল্টিমিডিয়া ডটকম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ ও সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো।