1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বোরো চাষের বীজতলা তৈরির ধুম, লক্ষ্যমাত্রা ৭ হাজার ৭শ’ ৭৫ হেক্টর

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার সংবাদটি পাঠিত
বোরো চাষের বীজতলা তৈরির ধুম, লক্ষ্যমাত্রা ৭ হাজার ৭শ’ ৭৫ হেক্টর

মোঃ শফিকুল ইসলাম,যশোর

যশোর জেলায় বোরো ধানের বীজতলা তৈরিতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আমন ধান ঘরে উঠতে না উঠতেই বোরোর বীজ বপনের কাজ শুরু করে দিয়েছেন। যশোর জেলায় এবার বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ৭ হাজার ৭শ’ ৭৫ হেক্টর। কৃষি বিভাগ ও কৃষকেরা জানিয়েছেন, আমন ধান ঘরে ওঠার পর চাষিরা বোরো আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। জমি তৈরির পাশাপাশি কৃষকরা এখন বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শীতের মধ্যেই খুব ভোরে উঠে তারা বীজতলার পরিচর্যা করছেন। এবার দাম সামান্য বেশি হলেও চাষিরা ভালো মানের বীজ বপন করেছেন। যেসব চাষি এখনো বীজ কেনেননি তারা বীজের দোকানগুলোতে ভিড় করছেন। যশোর সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের আমিনুর রহমান বলেন, বোরো বীজ বপনের সময় আরও কিছু দিন হাতে থাকলেও বীজতলা তৈরির কাজটা তিনি আগেভাগেই শুরু করেছেন। তাতে বৈশাখের দ্বিতীয় সপ্তাহের দিকে ঘরে ধান তোলা সম্ভব হবে। এবার তিন বিঘা জমিতে ধান চাষ করবেন। তিনি আরও বলেন, তিন বিঘা জমিতে চিকন ধানে চাষ করবেন। চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের লোকমান হোসেন বলেন, এখনও রোপা আমন ধান ঘরে ওঠেনি। তারপরেও আগেভাগে বোরো ধানের বীজ বপন করেছি। যাতে দ্রুত ধানের চারা তৈরি হয়ে যায়। এবং দ্রুত রোপন ও ধান কেটে ঘরে তুলতে পারি। এবার আট বিঘা জমিতে ধান চাষের প্রস্তুতি নিয়েছেন তিনি। বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের মতিয়ার রহমান জানান, বোরো আবাদ পুরেটাই সেচনির্ভর। ইতোমধ্যে সেচের পানি ব্যবহার করে বীজতলা তৈরির কাজ করছি। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই শীত বেশি পড়ার আগেভাগেই বীজতলা তৈরির কাজটি সেরে ফেলতে চাইছেন। যাতে বেশি শীত পড়লে বীজতলার ক্ষতি না হয়। প্রচন্ড শীতে ‘কোল্ড স্ট্রোক’র ফলে ধানের চারা নষ্ট হয়ে যায়। এজন্য তাদের অনেকেই দ্রুত বীজতলা তৈরি করে বোরোর চারা তৈরির কাজটি সেরে ফেলতে চাইছেন। যদিও এরই মধ্যে শীত পড়তে শুরু করায় কোল্ড ইনজুরি রুখতে কেউ কেউ বীজতলা পলিথিন দিয়ে ঢেকেও রাখছেন। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেন, যশোর জেলায় এবার বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ৭হাজার ৭শ’ ৭৫ হেক্টর। চাষিদের উন্নত জাতের ধানের বীজতলা তৈরির জন্য পরামর্শ দেয়া হয়েছে। এতে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। নরমাল বীজ বপন করলে ধানের চারা অসুস্থ হয়ে যায়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION