1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

পরিবারের জন্য ঔষুধ নিয়ে বাড়িতে ফেরা হলো না রেজাউলের

  • প্রকাশের সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার সংবাদটি পাঠিত
পরিবারের জন্য ঔষুধ নিয়ে বাড়িতে ফেরা হলো না রেজাউলের

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহের কালীগঞ্জ কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। নিহত রেজাউল উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক ছিলেন। শুক্রবার রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে পরিবারের জন্য ঔষুধ নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে যায়। সেসময় মারাত্মক আহত হয় রেজাউল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেজাউল ইসলাম ৫ সদস্যের পরিবারের জন্য একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রেজাউল কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ায় তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এতথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION