1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

সবচেয়ে লম্বা মানুষকে নিয়ে ঝিনাইদহে নানা কৌতূহল!

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার সংবাদটি পাঠিত
সবচেয়ে লম্বা মানুষকে নিয়ে ঝিনাইদহে নানা কৌতূহল!

ঝিনাইদহ অফিস

সবচেয়ে লম্বা মানুষের দেখা মিলেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাঁশ বাড়িয়া ইউনিয়নের ভৈরব বাজারের পাশে শ্রীপুর পাবনা পাড়া গ্রামে। তার আশাদুল ইসলাম(২৮)। তাকে নিয়ে মানুষের মাঝে নানা রকম কৌতূহল দেখা দিয়েছে। উচ্চতার দিক দিয়ে ৭ ফুট ২ ইঞ্চি। যত বয়স হচ্ছে দিনদিন ততই বাড়ছে। ওজন ১০৫ কেজি। পেশায় একজন পাওয়ার টিলার চালক ও কৃষক। তাকে দেখতে নানা এলাকার মানুষ তার বাড়িতে এসে ভীড় করে থাকেন। এলাকাবাসীর দাবি, আসাদুল সব চেয়ে লম্বা মানুষ তার মতো বাংলাদেশে একটিও নেই। ওই গ্রামের ফজের আলীর ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে আসাদুল ইসলাম সবার চেয়ে ছোট। ছোট বেলায় সাধারণ মানুষের মতোই ছিলেন তিনি। যখন তার ১০ বছর বয়স তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে বাড়তে থাকেন। শারীরিক ভাবে কোন সমস্যা নেই আশাদুলের। গরীব পিতার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করেননি। মাঠে কৃষি কাজ করেন। আশাদুল জানান, আমি যখন বিভিন্ন অনুষ্ঠান বা কোনো স্থানে যায় তখন মানুষজন আমাকে ধরে সেলফি তুলতে ব্যস্ত থাকে। এতে করে মানুষের আনন্দের পাশাপাশি আমিও মজা পাই। কখনও আমি রাগ করি না। কারণ আগেকার মানুষ এমন লম্বা ছিল তাই আল্লাহ আমাকে লম্বা বানিয়েছেন। তবে ঘর থেকে বা কোনো দোকানে ডুকতে গেলে অনেক সময় মাথায় আঘাত লাগে। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই আগে অর্ডার দিয়ে বানাতে হয়। এটাই আমার বড় সমস্যা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। আমার স্ত্রীর নাম মায়া খাতুন। আমাদের সংসারে আল্লাহ দুই ছেলে সন্তান দিয়েছে। বড় ছেলের নাম আবীর হোসেন(৭) ও ছোট ছেলে আলভী বয়স দেড় মাস।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION