ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারোবাজার হাসিলবাগ বুড়িগঙ্গা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু হাসিলবাগ গ্রামের আবু সালেহের ছেলে আবীর হোসেন (৭) ও সৈকত হোসেনের ছেলে চয়ন হোসেন (৮)। জানা গেছে, দুপুরের দিকে পিতা-মাতার অজান্তে দুই শিশু বাড়ি থেকে টিনের ডোঙ্গা নিয়ে নদীতে যায় এবং তারা ঘুরতে থাকে। তাদের ঝাপাঝাপিতে ডোঙ্গার মধ্যে পানি ঢুকে নদীতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু এলাকাবাসীর ধারনা। এরপর বাড়িতে না ফেরায় বিকাল থেকে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তারা দেখতে পায় নদীর মধ্যে ডোঙ্গার মাথা ভেসে রয়েছে। সেসময় ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার মামুনুর রশীদের নেতৃত্বে রাত ৭টার দিকে নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এতথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার।