মানুষের কষ্ট হবে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে : ইউএনও ভুপালী সরকার
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় আমাদের সবজি বাজার’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএন্ও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে ও আমাদের আয়োজন যেন বৃথা না যায়। বাজারে সবজি পাইকারী বিক্রয় হচ্ছে যে দামে ঠিক সেই দামেই আমার এলাকার সাধারণ মানুষের মাঝে পৌছাতে হবে। মাথা প্রতি একজন ব্যক্তি একপ্রকার সবজি ২কেজি বেশি নিতে যেন না পারে সে দিকে লক্ষ্য দিতে হবে। সোমবার সকাল ৯টা ১৫মিনিটের সময় পৌর সদরের বাস ব্রীজের ধারে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আইডিয়ায় আমাদের সবজি বাজার’র মাধ্যমে কৃষকের উৎপাদিত নিরাপদ তাজা সবজি সূলভমূল্যে বিক্রয় করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাশ, আইযুব আলী, অর্দ্ধেবিন্দু পাড়ে, ঝিকরগাছা প্রেস ক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদ, কেএম ইদ্রিস আলী, শাহজামাল শিশির, বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি আসলাম উদ্দিন রবিন, মাহমুদ হাসান, আঁখি খাতুন, সাকিব আহমেদ জীবন, স্বরণ, রেজওয়ান রনি, শফিকুল ইসলাম, সাগর হোসাইন, শিদরাত, আফরোজা আক্তার, বাবাই, তাসনিম, সাব্বির, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মী সহ আরও অনেকে।