এস এম শাহাদাত,কালিগঞ্জ
থেমে নেই বহুল বিতর্কিত সেই বাবলু মাষ্টারের অপসারণের দাবীতে বিক্ষোভ। ভুক্তভোগী ছাত্রীদের বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষকের অফিস লাগোয়া “গোপন কক্ষের আবিষ্কার”। তাদের দাবী লম্পট মাষ্টার অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যহত থাকবে। ১৫ দিন যাবৎ বন্ধ আছে ১৯৯৪ সালে স্থাপিত অধ্যক্ষ মতিউর রহমানের হাতেগড়া প্রতিষ্ঠান উজ্জীবনী ইন্সটিটিউটে স্বাভাবিক ক্লাস।রবিবার (২৪ নভেম্বর-২৪) দুপুরে উপজেলার উজ্জীবনী ইন্সটিটিউটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অবিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী। এই বাবলু মাষ্টারের বিরুদ্ধে ইতিপূর্বে বহুবার ছাত্রী, সহকর্মীসহ বিভিন্ন জনের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রীর সাথে একইরুমে আপত্তিকর অবস্থায় আটকিয়ে বেরসিক জনতা পুলিশে দেওয়ার খবরও আছে সাতক্ষীরার জেলা জুড়ে। তবুও থেমে নেই তার লাম্পট্য। তিনি কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, বর্তমানে কালিগঞ্জ উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ যায়গায় থেকেও তিনি বারবার নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা সচেতন মহলে নতুন করে সাড়া ফেলেছেন বলে অভিযোগ করেণ ছাত্রী ও অভিভাবক বৃন্দ। দাবী উঠেছে দ্রুততম সময়ের মধ্যে বিতর্কিত প্রধান শিক্ষক বাবলুকে তার পদ থেকে অপসারণ করা হোক। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে বিক্ষোভ শেষে ছাত্রীরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেখিয়ে দেন লম্পট মাষ্টারের সেই গোপনকক্ষ। যেখানে ডেকে নেওয়া হতো পছন্দের ছাত্রী সহ বহিরাগত রমনীদের। ঐ স্কুলে যোগদানের পর থেকে তিনি একটা ক্লাসও নেননি বলে দাবী করে বক্তব্য দেন একাধিক শিক্ষক, ছাত্র,ছাত্রী ও অভিভাবকগন।