1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

মহেশপুরে মাংস ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার সংবাদটি পাঠিত
মহেশপুরে মাংস ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা
মোঃ রমজান আলী, মহেশপুর(ঝিনাইদহ)
ঝিনাইদহের মহেশপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ জালাল হোসেন নামের এক কসাইকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। মঙ্গলবার দুপুরে সকহাকী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী জালাল হোসেন আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, মহেশপুর পৌর এলাকার কলেজ বাসস্টান্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।অপরিচ্ছন্ন জায়গায় পৌরসভার অনুমোদিত জায়গার বাহিরে গিয়ে ভ্যাটেনারি সার্জণের অনুমোতি না নিয়ে রোগাক্রান্ত (লাম্পি স্কিন ডিজিজ) পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ ধারায় কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। রোগাক্রান্ত গরুর ৫০ কেজি মাংস জব্দ করাসহ মাংসের দোকান সিলগার করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সকহাকী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।এ সময় গরুর মাংশ বিক্রির চৌকিও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলূল কবির ও মহেশপুর থানার এসআই ফারুক হোসেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION