আগামী ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে আয়োজন করা হয় এ মতবিনিময় সভার। পেশাজীবীদের সাথে মত বিনিময়কালে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ ইকবাল হোসেন বলেন, আপনাদের মূল্যবান ভোট এবং আপনাদের সহযোগীতায় আমি নির্বাচিত হতে পারলে চিরতরে মণিরামপুরে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি রোধ করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক মণিরামপুরে উন্নয়নের মাধমে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে। বিশেষ করে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখা প্রত্যেক শিক্ষকসহ সংশ্লিষ্টদের দেওয়া হবে যথাযথ সম্মান। সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু ও প্রভাষক নাজমুল হক লিটনের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় পেশাজীবীদের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ রানী, রাজগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, মশিয়াহাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, চিনাটোলা কলেজের অধ্যক্ষ সাজ্জাত হোসেন, এআর কলেজের অধ্যক্ষ মিলন ঘোষাল, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু, মনোহরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক দিল আফরোজ শিরিন, বিএম আব্দুল হালিম, বাবুল আকতার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান মফিজ, অ্যাডভোকেট মকবুল ইসলাম, প্রবাসী শিল্পপতি আলী হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে সহকারি অধ্যাক বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়













