বাংলাদেশ || ০২ জানুয়ারি ২০২৬

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৮, ২৮ ডিসেম্বর ২০২৫

যশোরের মণিরামপুরে দ্রুতগামী পিকআপের ধাক্কায় শরিফুল ইসলাম (৫৫) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে মণিরামপুর সরকারি কলেজের সামনে যশোর-চুকনগর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শরিফুল ইসলাম উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি রাজগঞ্জ বাজারের একজন পরিচিত পল্লি চিকিৎসক এবং জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা কমিটির কর্মপরিষদ সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঝালঝাড়া এলাকায় একটি দলীয় কর্মসূচি শেষ করে সহকর্মী কামরুজ্জামানকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম। তারা মণিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আছড়ে পড়ে।​ধাক্কায় তারা দুজনেই পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।শরিফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।