আশাশুনি উপজেলার বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইংরেজি শিক্ষক ও এলাকার জনপ্রিয় শিক্ষাগুরু মাস্টার মোজাম্মেল হক সরদার (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আসরের নামাজের পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা শামসুল আরেফিন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এসময় শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক, একুশে ইটিভি সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম (মিনি), খুলনা গেজেট পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ রুহুল কুদ্দুসসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী গেছেন।









