বাংলাদেশ || ০২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে আটজুড়ী ইউনিয়ন বিএনপির দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে আটজুড়ী ইউনিয়ন বিএনপির দোয়া

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আটজুড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আটজুড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া ও কোরআনখানির আয়োজন করা হয়।দোয়া ও কোরআনখানির আয়োজন করেন আটজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল ফকির এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাফায়েত মল্লিক।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো। দোয়া ও কোরআনখানির মাধ্যমে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।