সারাদেশে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতায় যশোরের মণিরামপুরে ১০০ জন ভিক্ষুকের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন’। আজ ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) মণিরামপুরে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর জেলা তাকওয়া সদস্য কে এম এস জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আশরাফ ইয়াছিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধুমাত্র ভিক্ষুকদের নিয়ে আয়োজিত এজাতীয় প্রোগ্রাম সম্ভবত মণিরামপুরে এটাই প্রথম। আমরা বিভিন্ন সময় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি যে, এই মানুষগুলো সমাজে সবচেয়ে বেশি উপেক্ষিত। মূলত তাদের প্রতি সমব্যথী হওয়া এবং পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন।”
মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নেসার উদ্দিন খান আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের সমন্বয়কারী নাসিম খান ও নির্বাহী সদস্য কামরুজ্জামান মানিক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি মাহমুদুল হাসান, মুহিববুল্লাহ, কাজী সবুজ, ইমদাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সারাদেশে আর্তমানবতার সেবায় নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।












