দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ফেরেন তিনি।
বিভিন্ন সূত্রের তথ্যে জানা গেছে, রাত ৮টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে তারেক রহমান গুলশানের ওই বাসভবনে পৌঁছান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন। বাসার সামনে এবং আশপাশের এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান। অনেককে ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগান দিতেও দেখা যায়।
এর আগে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারেক রহমান। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। তাঁর কিছুক্ষণ আগেই সেখানে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। হাসপাতাল থেকে বেরিয়ে রাতে পরিবারের সদস্যদের সঙ্গে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন তিনি।
এরও আগে, বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লাল সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। তাঁর দোয়ায় আমি মাতৃভূমিতে ফিরে এসেছি।”
বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা এবং প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নেওয়া দলটির রাজনীতিতে নতুন গতি এনেছে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।









