দেবহাটায় জামায়াতের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে বিজয় র্যালি শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিস চত্বরে এসে এ র্যালি শেষ হয়।এ বিজয় র্যালিতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রাজ্জাক সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ, বিজয় দিবস উপলক্ষে সকালে উপজেলা জামায়াত অফিস চত¦র থেকে কয়েকশত মটরসাইকেল নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।











