ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে কালীগঞ্জে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট আয়োজিত শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রীদের অবদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের হাজি রফি উদ্দিন এ-সন্সের নিজ প্রতিষ্ঠানে এ কর্মশালা করা হয়। কালীগঞ্জ পরিবেশক হাজি রফি উদ্দীন এন্ড সন্সের স্বত্বাধিকারী রাশিদুল হাসান রুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ডিজিএম(সেলস) সাউথ বেঙ্গল ডিভিশনের শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুষ্টিয়া ডিভিশনের ডিএসএম জাফরুল ইসলাম,কিংব্রান্ড সিমেন্টের এএসএম মোঃ সাইফুল ইসলাম শোভন,ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, ইঞ্জিনিয়ার কাউসার হোসেন,বসুন্ধরা সিমেন্টের টিএসই মোঃ কামরুজ্জামান,কিংব্যান্ড সিমেন্টের টিএসএম সনঞ্জয় কুন্ডু প্রমূখ। অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত কিং ব্র্যান্ড সিমেন্টের অবদানের কথা তুলে ধরা হয়। সেই সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলাসহ ৫০জন রাজমিস্ত্রি অংশগ্রহন করেন। এরপর কর্মশালা শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে ৩০ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সবাইকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাইভেট কোম্পানির মধ্যে সর্বপ্রথম কিং ব্র্যান্ড সিমেন্ট বাজারে আসে। এর আগে বিদেশি সিমেন্ট চলতো। উন্নত মানের পদ্ধতিতে এই সিমেন্ট তৈরি করা হয়। নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করার পর এই সিমেন্ট বাজারে ছাড়া হয়। তাই দেশব্যাপী এই সিমেন্টের চাহিদা অনেক বেশি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার করে তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।