বাংলাদেশ || ১৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শায় দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শায় দোয়া

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও প‚র্ণাঙ্গ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামে এ
দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, “বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। তিনি গণতন্ত্র ও জনগণের জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং এরশাদের স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছিলেন।”তিনি দেশনেত্রীর দ্রæত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারি আব্দুর রশিদ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।