যশোরে আবারো যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে বলে দাবি করা হচ্ছে। যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন তার ফেসবুকে একটি ভিডিও দিয়ে জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে বাদ জুম্মা এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভিডিওতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মুখোশ বা কাপডে মুখ ঢাকা অবস্থায় একদল ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এরআগেও যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজী সুমনের উদ্যোগে শহরে ঝটিকা মিছিল হয়েছিল, যা কয়েক মিনিটের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়।এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,“এটাকে ঝটিকা মিছিল বলা যাবে না। মাত্র ৫-৭ জন ব্যক্তি কিছুক্ষণ স্লোগান দিয়ে সরে গেছে।” পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।












