স্টাফ রিপোর্টারঃ যশোরের জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ আলীর উপর হামলার ষড়যন্ত্র ও হয়রানি মূলক মিথ্যা জিডি করেন স্থানীয় সন্ত্রাসী আবু সাইদ লাভলু নামের এক বিতর্কীত ব্যাক্তি। এই দোষী সন্ত্রাসী আবু সাইদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক সমাজ। উল্লেখ্য যে, গত ২১ সেপ্টম্বর বিকাল ৫ টায় জয়যাত্রা টেলিভিশনের উপজেলা যুবলীগের যুগ্ম আব্বায়ক আবু সাইদ লাভলুর নানান কুকৃর্ত্তি তুলে ধরেন স্থানীয় সাধারন জনগন কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের কদম আলীর ছেলে নজর”ল ইসলাম তার গড়ভাঙ্গা বাজারে একটি মুদি দোকান আছে, একই গ্রামের ইমান আলীর ছেলে সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ভূক্তভূগি অনেক মানুষ। সন্ত্রাসী আবু সাইদ লাভলুর সস্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে বাঁচার ইচ্ছায় স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক্র মিডিয়ার দ্বারহস্থ হন তখন সন্ত্রাসী আবু সাইদ লাভলুর কুকৃর্ত্তি তুলে ধরে তার বির”দ্ধে সাংবাদে প্রচার করেন স্থানীয় সাংবাদিক জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ আলী । এই সাংবাদ প্রচার হওয়ার পর সন্ত্রাসী আবু সাইদ লাভলু তেলেবেগুনে জ্বলে উঠে সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে। এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক ও এলাকার সুধি সমাজ।
সর্বস্তরের সাংবাদিক সমাজের দাবি যশোরের জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ আলীর বিরদ্ধে দায়ের করা মিথ্যা জিডি প্রত্যাহার ও ষড়যন্ত্রকারী আবু সাঈদ লাভলুর বির”দ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।